দর্শনা অফিস: দর্শনা পৌর আ.লীগের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় পরিচিতি পর্বসহ দামুড়হুদা উপজেলা আ.লীগের সম্মেলন প্রস্তুতিমূলক আলোচনা করা হয়। গতকাল রোববার বিকালে দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন দর্শনা পৌর আ.লীগের সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান। আলোচনা করেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, হাজি এরশাদ আলী, শফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, আ.লীগ নেতা জাহিদুল ইসলাম, আ. হান্নান, মোমিনুল ইসলাম, হাজি শহিদুল ইসলাম, হাজি আ. জলিল, মোশাররফ হোসেন। অন্যান্যের মধ্যে ছিলেন দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ। এ সভায় দর্শনা পৌর আ.লীগের ৬৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম পরিচয় ঘোষণাসহ পরিচয় করান সভাপতি মতিয়ার রহমান। এছাড়া আগামীকালের উপজেলা আ.লীগের প্রস্তুতিসভা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা হয় সে জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মতিয়ার রহমান ও আলী মুনছুর বাবু।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ