দর্শনা পৌর আ.লীগের কার্যালয় চত্বরে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকালে এমপি টগর
আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণেই এ মসজিদ নির্মাণ করছি
দর্শনা অফিস: নিজস্ব জমি ও অর্থায়নে দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ের সামনে মসজিদ নির্মানের উদ্যোগ নিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। এতে ব্যাপক প্রসংশিত হচ্ছেন তিনি। এরই মধ্যে মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন আনুষ্ঠানিকভাবে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ওয়ালামাকরাম, সুধীজন ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এমপি টগর বলেন, দর্শনা পৌর এলাকায় প্রধান সড়ক সংলগ্ন মসজিদের সংখ্যা খুবই কম। দর্শনা রেলবাজার জেলার একটি বৃহত্তর বাজারের তালিকায়। তাই এ বাজারের ব্যবসায়ী, স্থানীয় বসবাসকারী, পথচারী ও মুসল্লিদের সুবিধার্থে প্রধান সড়ক সংলগ্ন জমিতে মসজিদ নির্মাণ ছিলো আমার দীর্ঘদিনের লালিত স্বপ্নের একটি। ২ হাজার ৪০০ স্কয়ার ফুটের দ্বিতল ভবন বিশিষ্ট মসজিদটি নির্মাণ কাজ যত দ্রুত সম্ভব শেষ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, হাজি শহিদুল ইসলাম, আতিয়ার রহমান হাবু, শফিকুল আলম, বিল্লাল হোসেন, মোমিনুল ইসলাম, কাফি উদ্দিন টুটুল, মোজাহারুল ইসলাম, মোশাররফ হোসেন, সোলায়মান কবির, ফয়সাল, যুবলীগ নেতা আ. মান্নান খান, মামুন শাহ, সাইফুল আযম মিন্টু, মনির সরদার, আশরাফুল ইসলাম। দর্শনা পৌর ইমাম সমিতির সভাপতি হাজি মাও নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাও মনজুরুল ইসলাম, মাও. উসমান গনি, আ. রাজ্জাক, মুফতি জুনায়েদ আল আজাদ, হাবিবুর রহমান, শামসুজ্জোহা, মোকারক বিল্লাহ প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাজি মাও. নুরুল ইসলাম।