দর্শনা অফিস: দর্শনা পারকৃষ্ণপুরে ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন চত্বরে সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, ইউপি সচিব হারুনুর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক, বীর মুক্তিযোদ্ধা তমছেল আলী, আওয়ামী লীগ নেতা আরজুম আলী, খোরশেদ মিয়া, আবু সাইদ, শামসুল হক, হযরত আলী, সাইফুল ইসলাম, আশিক ইকবাল, আ. রহমান, শহিদুল ইসলাম, খাইরুল বাসার, ইউনিয়নের হিসাব সহকারি সাজিবুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের কর্মচারীবৃন্দ। অত্র ইউনিয়নে ২৩১২ জনের মধ্যে ৪৫০ টাকা করে প্রদান করা হবে।