স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনা এক ভবঘুরে নারীকে (প্রতিবন্ধী) সেফহোমে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন তাকে ফরিদপুর আশ্রয় কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। এর আগে দর্শনা মা ও শিশু হাসাতপালের ম্যানেজার ইফতেখার হোসেন ওই নারীকে পুলিশে সোপর্দ করেন।
জানা গেছে, দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় এলোমেলোভাবে ঘুরাঘুরি করছিলেন অজ্ঞাত প্রতিবন্ধী এক নারী। বিষয়টি নজরে আসে দর্শনা মা ও শিশু হাসাতপালের ম্যানেজার ইফতেখার হোসেনের। তিনি স্থানীয়দের সহযোগিতায় ওই নারীকে দর্শনা থানায় হস্তান্তর করেন। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়। দর্শনা থানার শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্পডেক্সের অফিসার তাকবীন জাহান পলি ওই নারীর নিকট থেকে নাম ঠিকানা সংগ্রহ করতে ব্যর্থ হন। পরে আদালতে সোপর্দ করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার ছানোয়ার হোসেন আদালতে উপস্থিত হয়ে ওই নারীকে নিরাপদ হেফাজতে নেয়ার সু-চিন্তিত মতামত দেন। আদালত ওই নারীকে ফরিদপুর ট্যাপাখোলা সেফহোমে পাঠানো আদেশ দেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.