দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে পুলিশ ৪০ পিস ইয়াবাসহ অভিযুক্ত এক মাদককারবারীকে গ্রেফতার করলেও পালিয়েছে অপর আরেক মাদককারবারী। তাদের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীরের নির্দেশে এসআই মাসুদ রানা, এএসআই মারুফুল ইসলাম ও ইদ্রিস আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা কেরুজ এলাকায়। কেরুজ আমতলা মসজিদের নিকটস্থ তিন রাস্তার মোড় থেকে গ্রেফতার করেন দর্শনা পৌর এলাকার আজমপুরের আজাদ ম-লের ছেলে নয়ন ম-লকে (২৭)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে শান্তিপাড়ার আব্দুল হালিমের ছেলে সোহেল ওরফে মন্টু (৩৫)। গ্রেফতারকৃত নয়নের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই মাসুদ রানা বাদী হয়ে গতকালই দর্শনা থানায় গ্রেফতারকৃত আসামি নয়ন ও সোহেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।