দর্শনা অফিস: মাদকবিরোধী ঝটিকা অভিযান, পালাতক আসামি গ্রেফতার, অপরাধমূলক কর্মকান্ড দমনসহ আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখবে বিশেষ ভূমিকার স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ ওসির তালিকায় ৪র্থ বারের মতো নাম উঠলো দর্শনা থানার ওসি মাহব্বুর রহমান কাজলের। শ্রেষ্ঠ এসআই হলেন দর্শনা থানার সেকেন্ড অফিসার জাকির হোসেন ও এএসআই শাহিনুর রহমান। গতকাল শনিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের গ্রীল সেটে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দর্শনা থানার ওসি মাহব্বুর রহমান কাজলের হাতে সম্মাননা স্মারক ও নগদ ২০ হাজার টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় শ্রেষ্ঠ এসআই জাকির হোসেন ও এএসআই শাহিনুর রহমানও সম্মাননা স্মারক গ্রহণ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) কনক কুমার দাস। দেশে করোনা পরিস্থিতি কারণে চলতি বছরের ২ বার মাসিক পুরস্কারের আয়োজন স্থগিত ছিলো। দর্শনা থানায় উন্নিতের বয়স ৭ মাস পেরিয়েছে। ২৯ ফেব্রুয়ারি দর্শনা থানার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সেই থেকে ৬ টা মাসিক সভার মধ্যে অনুষ্ঠিত হয়েছে ৪টি। ৪ টিতেই জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হয়েছেন মাহব্বুর রহমান কাজল।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ