দর্শনা অফিস: স্বেচ্ছায় রক্তদান করণের লক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বপ্ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন করা হয়েছে। সাইফ মেডিকেলের পক্ষ থেকে ২৭০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সভাপতি রাবেয়া মল্লিক, সহসভাপতি নয়ন, সাধারণ সম্পাদক প্রত্যয় নাজিম, ফরহাদ, হাফিজা আক্তার, আবু বক্কর, বকুল, সজিব, তৌহিদুল, মাহফুজ প্রমুখ।
এছাড়া, আরও পড়ুনঃ