দর্শনা অফিস: দর্শনা ও দামুড়হুদা থানার নবাগত ওসিসহ ধীরু বাউলকে সম্মাননা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে এ আয়োজন করা হয়। দর্শনা থানার নবাগত অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহেদ, দামুড়হুদা থানার নবাগত অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও ট্যালেন্ট হান্ট টপটেন, দেশবরণ্য বাউল শিল্পী, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী ধীরু বাউলকে সম্মাননা স্মারক দেয়া হয়। সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক এসএম ওসমান, সাবেক সভাপতি হানিফ ম-ল, ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবীব মামুন, জাহিদুল ইসলাম, এফএ আলমগীর, মনিরুজ্জামান সুমন, হাসমত আলী, মাসুম বিল্লা, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ রয়েল, আ. হান্নান, বাধন প্রমুখ।