দর্শনা অফিস: ডেকোরেটরের কর্মচারী তরিকুলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্ত শেষে দেয়া হয়েছে পরিবারের সদস্যদের হাতে। জীবননগরের চ্যাংখালি মুক্তিযোদ্ধা বাজারপাড়ার আতিয়ার রহমানের ছেলে তরিকুল ইসলাম (৩২) দর্শনার একটি ডেকোরেটরে শ্রমিকের কাজ করছিলেন। দর্শনা পৌর শহরের আজমপুর মাঠপাড়ার সৌদিআরব প্রবাসী আবু সাঈদের বাসা ভাড়া নিয়ে সপ্তাখানেক ধরে বসবাস করছিলেন তরিকুল ইসলাম। গতকাল সোমবার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তরিকুল দোকানে না যাওয়ায় ডেকোরেটরের মালিক বাড়িতে ডাকতে যান। বাড়িতে গিয়ে দেখেন তরিকুল ঘরের আড়ার সাথে বিদ্যুতের তার দিয়ে গলাই ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। সাথে সাথে ছুটে আসে প্রতিবেশীরা। খবর পেয়ে দর্শনা থানার ইন্সপেক্টর (তদন্ত) আমান উল্লাহ আমান ও এসআই নিতীশ কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে সকাল ১০ টার দিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেয় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে। ময়না তদন্ত শেষে তরিকুলের লাশ দেয়া হয়েছে পরিবারের কাছে। তবে আত্মহত্যার রহস্য উন্মোচনে মাঠে রয়েছে পুলিশ।