দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার করেছে অভিযুক্ত দুই মাদককারবারীকে। উদ্ধার করেছে ফেনসিডিল ও একটি মোটরসাইকেল। তাদের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল রোববার দুপুর ১টার দিকে দর্শনা থানার একটি চৌকশ দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার পরানপুরে। পুলিশ পরানপুর বেলে মাঠপাড়ার হাবিবুর রহমান বুলেটের আমবাগানের সামনে একটি ১১০ সিসি হিরো প্যাশন প্লাস মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় মোটরসাইকেল নিয়ে পলায়নকালে গ্রেফতার করা হয় দর্শনা পৌর এলাকার কলেজপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে মুরাদ পারভেজ (৩৫) ও একই পাড়ার আবেদ আলীর ছেলে আরিফ হোসেনকে (২৭)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মোটরসাইকেল চালকসহ আরোহীর শরীর ও গাড়িটি তল্লাসি করে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাদী হয়ে গতকালই গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ