স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দর্শনার আকুন্দবাড়িয়া সড়ক দুর্ঘটনায় আহসান আলম (৫০) নামের এক মোটরসাইকেল চালক গুরুতর জখম হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত আহসান আলম দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের স্কুলপাড়ার মৃত সাবের আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, গতকাল রাতে আকুন্দবাড়িয়া গ্রামের শামসুল ইসলাম সড়কে স্টার ইটভাটার সামনে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এক পথচারী। পরে স্থানীয়দের খবর দিলে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে আহসান আলমের পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসে।
পরিবারের সদস্যরা জানিয়েছে, মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলো কাজ শেষে। কিভাবে সড়ক দুর্ঘটনা হলো এটা জানি না। লোক মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে আসি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান মাথাভাঙ্গাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা সড়ক দুর্ঘটনা হতে পারে। তার মাথায় প্রচ- আঘাত লেগেছে। নাক-কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। মাথায় ও চোখের নিচে কয়েকটি সেলাই দেয়া হয়েছে। এছাড়াও শরীরে বিভিন্নস্থানে আঘাত পেয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ