দর্শনা অফিস: দর্শনায় সাজাপ্রাপ্ত রিপনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতপরশু বুধবার রাত ১২টার দিকে দর্শনা থানার ওসি তদন্ত শেখ মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই জাকির হোসেন, সাইফুল ইসলাম এবং এএসআই মহিউদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামে। ওই গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করে আব্দুল জলিলের ছেলে মানিক মিয়া (২৭) ও ইজাজুলের ছেলে মাহবুবকে (৩০)। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে ওসি (তদন্ত) শেখ মাহবুবুর রহমান জানান। এ ঘটনায় এসআই জাকির হোসেন বাদী হয়ে ওই রাতেই গ্রেফতারকৃত মানিক ও মাহবুবের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। এদিকে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দর্শনা পুলিশ গ্রেফতার করেছে দর্শনা রামনগরের হামিদুর রহমানের ছেলে হুমায়ূন কবির রিপনকে (৪০)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে রিপন ৬ মাসের সাজাপ্রাপ্ত পালাতক আসামি। গতকালই রিপনকে সোপর্দ করা হয়েছে আদালতে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ