দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুলকে মোবাইল ফোনে হুমকি দিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। এ ঘটনায় প্রেসক্লাবে জরুরি বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক থানায় জিডি করা হয়েছে। মাই টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক যুগান্তর পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি ইকরামুল হক পিপুলকে গতকাল সোমবার বিকেল ৩ টার দিকে তার ব্যবহৃত মোবাইলফোনে অজ্ঞাত স্থান থেকে (০১৮৭৮-০৫৪৪৮৭) কল দেয়। পিপুল কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞাত সন্ত্রাসী তাকে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে হুমকিদাতাকে অবিলম্বে চিহ্নিত পূর্বক গ্রেফতারের দাবি তুলে আলোচনা করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এসএম ওসমান, সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাধারণ সম্পাদক হারুন রাজু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবিব মামুন, সাংবাদিক সুকমল চন্দ্র দাস বাঁধন প্রমুখ। বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক গতরাতেই দর্শনা থানায় জিডি করেছেন ইকরামুল হক পিপুল।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ