দর্শনা অফিস: দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সকলের প্রিয় মুনাজির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে দর্শনা কলেজ মাঠে জানাজা শেষে মোবারক পাড়া গোরস্তানে দাফন সম্পন্ন হয়। জানাজায় অংশ নেয় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান মাহাফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাজি শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মোশারফ হোসেন, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, কেরুজ অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহাব উদ্দীন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রবিউল হক সুমন, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, উপাধ্যক্ষ মফিজুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক জমশেদুর রহমান, হাজি এরশাদ আলী মাস্টার, আশরাফ আলী, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন, জাসদ নেতা আনোয়ারুল ইসলাম বাবু, সিপিবি নেতা সৈয়দ মজনুর রহমান, বিএনপি নেতা হাবিবুর রহমান বুলেট, এনামুল হক শাহ মুকুল, গণ উন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ। এছাড়াও শিক্ষক-ছাত্রসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অবসরপ্রাপ্ত সকলের প্রিয় শিক্ষক মুনাজির হোসেন গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বার্ধক্য জণিত রোগে ভুগে দর্শনা থানা পাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। তিনি ২ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।