দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার করেছে দুই মাদক কারবারিকে। তাদের কাছ থেকে উদ্ধার করেছে ফেনসিডিল। থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবিরের নেতৃত্বে এসআই হারুন অর রশিদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা বাগানপাড়ায়। পুলিশ ওই পাড়ার আমিরের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় গ্রেফতার করে আফাজ উদ্দীনের ছেলে আমির হোসেন (৪২) ও দামুড়হুদার কলাবাড়ি রামনগর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে বাইজিদ আহমেদকে (৩০)। পুলিশের পক্ষথেকে বলা হয়েছে, বাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয়েছে ২৪ বোতল ফেনসিডিল। এ ঘটনায় এসআই হারুন অর রশিদ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গতকালই দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।