দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে গ্রেফতার করেছে অভিযুক্ত তিন মাদককারবারীকে। উদ্ধার করেছে ফেনসিডিল ও মোটরসাইকেল। তাদের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দর্শনা থানা পুলিশের একটি চৌকশ দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামে। পুলিশ ওই গ্রামের মধু চৌকিদারের বাড়ির সামনে একটি ১০০ সিসি বাজাজ সিটি মোটর সাইকেলের গতিরোধ করে। এ সময় পালানোর চেষ্টা করলে গ্রেফতার করে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে রুমন হোসেন (৩০), চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের সাইদুর রহমানের ছেলে সিরাজুল ইসলাম (২৭) ও একই উপজেলার জাফরপুর গ্রামের সামসুল হকের ছেলে হিরোনকে (২৫)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের শরীর ও মোটরসাইকেল তল্লাশী করে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গতকালই গ্রেফতারকৃত রুমন, সিরাজুল ও হিরোনের বিরুদ্ধে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছে।