দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার করেছে দর্শনা করিমপুরের স্বপন আলীকে। তার কিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতবুধবার রাত সাড়ে ১২ টার দিকে দর্শনা থানাপুলিশের একটি চৌকশ দল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার করিমপুর দাসপাড়ায়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দাসপাড়ার স্বপন আলীর বসত বাড়ির পিছনে তল্লাসী চালিয়ে উদ্ধার করে ১ কেজি গাঁজা। গ্রেফতার করেছে দাসপাড়ার আব্দুর রহমান হালসোনার ছেলে স্বপন আলীকে (৩৫)। এ ঘটনায় পুলিশ গতকালই দর্শনা থানায় স্বপন আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।