দর্শনা অফিস: দর্শনায় পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সম্মাননা স্মারক তুলে দিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান কাজল। গতকাল সোমবার তার অফিসে প্রতিযোগিতায় বিজয়ী আবু সাঈদ, সাব্বির হোসেন, আকিদুল ইসলাম, হাফেজ ওমর ফারুক, আব্দুর রহমান, তামিম ইকবাল ও শাকিল আনোয়ারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ওসি কাজল। এ সময় উপস্থিত ছিলেন, দর্শনা থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মাহবুবুর রহমান, সেকেন্ড অফিসার এসআই জাকির হোসেন, এসআই আব্দুর রহমান, সাইফুল ইসলাম, আহম্মদ আলী বিশ্বাস, শরিফুল ইসলাম প্রমুখ। গত ২৯ মার্চ বিকেলে দর্শনা কলেজমাঠে অনুষ্ঠিত পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় কেরুজ দারুল কোরআন হিফজখানা মাদরাসা, ইসলাম বাজার আলকারিম তাহফিজুল কোরআন মাদরাসা ও করিমপুর তালিমুল কোরআন মাদরাসার ৫০ জন প্রতিযোগী অংশ নেয়।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ