দর্শনা অফিস: দর্শনায় করোনা প্রতিরোধে যেমন কথা তেমন কাজ তা প্রমাণ করলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান ও থানার ওসি মাহব্বুর রহমান কাজল। দর্শনা রেলবাজার ও পুরাতন বাজারের প্রায় প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে জনসচেতনতার তাগিদের পাশপাশি সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিলেন। সেই সাথে বিতরণ করলেন মাস্ক। গতকাল বুধবার সকাল ১০টার থেকে শুরু হয় পুলিশ ও জনপ্রতিনিধিদের এ মহড়া। এসময় দোকানি ও ক্রেতাসহ পথচারীদের মাঝে মাস্ক বিতরণের পাশাপাশি তাদের নিরাপদ দূরত্ব বজায় রেখে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক বলেও জানা হয়। এছাড়া হুঁশিয়ারি সংকেত দেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। প্রথম দিন বিধায় বুঝানো হচ্ছে, এরপর পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করবে বলে জানান দর্শনা থানার ওসি মাহব্বুর রহমান কাজল। এসময় আলি মুনছুর বাবু, মতিয়ার রহমান ও মাহব্বুর রহমান কাজল, ওসি তদন্ত শেখ মাহবুবুর রহমানের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, কেরুজ নিরাপত্তা অফিসার গিয়াসউদ্দিন পিনা, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম লুল্লু, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ