দর্শনা অফিস: আধুনিক পদ্ধতিতে ছাগল পালন বিষয়ে অবহিতকরণ ও প্রতিবন্ধিদের মধ্যে কম্বল বিতরণ করেছেন দামুড়হুদা উপজেলার নবাগত নির্বাহী অফিসার রোকসানা মিতা। মৌচাক সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে দর্শনা মেমনগর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। মৌচাক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি তক্কেল আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ছিলেন, দামুড়হুদা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জেল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, মোজহারুল ইসলাম, আ. রফিক কাবী, ফয়সাল আহেমদ। আতিকুজ্জামান পান্নার প্রাণবন্ত উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, আ. কাদের, তহশিলদার রফিক উদ্দিন আহমেদ, রিপন, মবগুল, ফলেহার প্রমুখ।