দর্শনা অফিস: দর্শনার জন্য আমরা কজন সেচ্ছাসেবি সংগঠনের পক্ষ থেকে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কেরুজ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। আমরা কজনের সভাপতি আনোয়ারুল ইসলাম বাবুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম বাবু, আ.লীগ নেতা আমির হোসেন, আখচাষী নেতা আ. হান্নান, কবি আবু সুফিয়ান, আব্দুল কাইয়ুম, ফয়সাল প্রমুখ।