হোটেল মালিক শাহীন গ্যাঁড়াকলে ॥ সোপর্দ করা হচ্ছে আদালতে
স্টাফ রিপোটার: দর্শনা হল্টস্টেশনের রিয়াদ আবাসিক হোটেলে তিন খদ্দেরসহ কলেজছাত্রীকে আটক করেছে পুলিশ। হোটেল মালিক শাহীনও খদ্দেরের তালিকা অন্তর্ভূক্ত হওয়া তিনি এখন পড়েছেন গ্যাঁড়াকলে। আটককৃতদের সোপর্দ করা হচ্ছে আদালতে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরেই রিয়াদ আবাসিক হোটেলে পতিতাদের মাধ্যমে দেহ ব্যবসা করা হয়ে থাকে। গতকাল বুধবার দুপুর জীবননগরের সেনেরহুদার কলেজছাত্রীকে চুক্তিবদ্ধ করে রিয়াদ হোটেলের রুম বুকিং করে উথলীর আশরাফ আলীর ছেলে শাহবুল (৩৪)। দুজনের সাথে কলেজ পড়–য়া অভিযুক্ত’র চুক্তি হলেও হোটেলের রুমে ৪ জনের সাথে দৈহিক সম্পর্কে মিলিত হতে বাধ্য করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে কলেজ পড়–য়া মেয়ের সাথে দৈহিক সম্পর্কে মিলিত হয় শাহবুল, ফরিদপুরের অজ্ঞাত এক ব্যক্তি সে কৌশলে পালিয়ে রক্ষা পেয়েছে। হোটেল মালিক শাহীন রেজা (৩৫) ও হোটেলের কর্মচারী রবিউল ইসলাম (৩০)। চুক্তির অতিরিক্ত টাকা না দেয়ায় কলেজছাত্রীর সাথে ঘটে বাগবিত-ার ঘটনা। এক পর্যায়ে হল্টস্টেশন এলাকায় জানাজানি হয়ে যায় ঘটনা। খবর পেয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজলের নির্দেশে এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পৌঁছান হোটেলে। বিকেল ৩টার দিকে অভিযুক্ত কলেজছাত্রী, খদ্দের শাহবুল, হোটেল মালিক শাহীন রেজা, হোটেল বয় রবিউলকে গ্রেফতার করে থানায় আনে পুলিশ। ওসি মাহাব্বুর রহমান জানান, অপরাধ অপরাধই। তাই কোনো প্রকার অপরাধের ক্ষমা আমার কাছে নেই। ফলে আজ বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে বলেও তিনি জানিয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ