দর্শনা অফিস: দামুড়হুদার ঠাকুরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঝিনাইদাহ র্যাব সদস্যরা। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদাহ র্যাব-৬ ক্যাম্পের বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায় দামুড়হুদার কুড়–লগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামে। র্যাব সদস্যরা গ্রামের প্রধান সড়ক থেকে আটক করে ঠাকুরপুর পূর্বপাড়ার ফজলুল হকের ছেলে ওয়াহেদ আলীকে (৩০)। র্যাবের পক্ষ বলা হয়েছে, আটককৃত ওয়াহেদের কাছ থেকে উদ্ধার করা হয় দেড় কেজি গাঁজা। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ