দর্শনা অফিস: দিনে-দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটছে দর্শনা পৌর শহরের আজমপুরে। চোরেরা গ্রিল কেটে ঘরে ঢুকে চুরি করে নিয়ে গেছে সোনার গয়না, মোবাইল ফোনসহ মালামাল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পৌর প্যানেল মেয়র ও পুলিশ। দর্শনা আজমপুর হিরা সিনেমা হলপাড়ার ফারুক হোসেন রেলবাজারের একজন বিশিষ্ট সুতা ব্যবসায়ী। প্রতিদিনের মতো ফারুক সকালেই যান দোকানে। স্ত্রী ও ছেলে যান বেড়াতে। এ সুযোগই কাজে লাগিয়েছে এলাকার চোরচক্রের সদস্যরা। বাড়ির বারান্দার গ্রীল কেটে চোরেরা প্রবেশ করে ঘরের ভেতর। আলমারির তালা ভেঙে চুরি করে নেয় প্রায় ৬ ভরি ওজনের সোনার গয়না, মোবাইল ফোন ও নগদ টাকা। অবশ্য নগদ টাকার সঠিক হিসেব দিতে পারেননি ফারুক হোসেন। দুপুরের খাবার খেতে বাড়িতে গিয়ে ফারুক হোসেন বারান্দার গ্রিল কাটা ও ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন। তবে অত্যান্ত ঘনবসতি মহল্লায় দিনে-দুপুরে দুঃসাহসিক ঘটনায় হতবাক হয়েছে অনেকেই।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ