স্টাফ রিপোর্টার: তেল গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যর উধর্বগতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল ইসলাম মনি। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নূর গনি। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি কুতুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান পল্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটূ, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সহসভাপতি মতিউর রহমান মিশর, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি খাইরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, কুদ্দুস মহলদার, বজলুর রহমান, জেলা যুবদল অর্থ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, সহ-সাংগাঠনিক সম্পাদক মুখলেছুর রহমান মুকুল, গ্রাম বিষয়ক সম্পাদক ইকরামুল হক ইকরা, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইস মোস্তফা, আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক খাইরুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসে এম হাসান, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, যুগ্ম আহ্বায়ক ইনামুল হক ইমন প্রমুখ।