মেহেরপুর অফিস: দ্রুত বেগে মোটরসাইকেল চালাতে আপত্তি করায় ইট দিয়ে আঘাত করে চা দোকানীর মাথা ফাটিয়ে দিয়েছে মোটরসাইকেল আরোহীরা। এ ঘটনায় দ্রুত আহত ব্যক্তিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১১ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামে।
স্থানীয়রা জানান, এদিন রাত ১১ টার দিকে আশরাফপুর গ্রামের হঠাৎপাড়ার আলিমের ছেলে সোহেল (২৮) এবং একই গ্রামের বিলপাড়ার তসেমের ছেলে পিজু (২৪) দ্রুত গতিতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। আশরাফপুর ত্রিমহোনীতে অবস্থিত চায়ের দোকানদার এসকেনের ছেলে ফারুক (২৬) এতে আপত্তি করেন। এ সময় তারা ক্ষিপ্ত হলে তাদের বন্ধু একই পাড়ার মৃত মাতালেব মোল্লার ছেলে লিটন (৩০) চায়ের দোকানদার ফারুকের মাথায় ইট দিয়ে মেরে রক্তাক্ত জখম করে। রাতেই রক্তাক্ত জখম ফারুক হোসেনকে তার প্রতিবেশীরা একটি নছিমনযোগে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। চিকিৎসা শেষে ফারুক বাদি হয়েছে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহীন।