তীব্র তাপদহ উপেক্ষা করে স্বেচ্ছায় কৃষকদের ধান কেটে দিলেন বেলগাছী ইউনিয়ন জামায়াতের কর্মীরা

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তীব্র তাপদহ উপেক্ষা করে কৃষকের ধান কেটে দিয়েছে বেলগাছি ইউনিয়ন জামায়াতের কর্মীরা। শুক্রবার সকালে বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিন ও কৃষি বিভাগের ইউনিয়ন সভাপতি জহিরুল ইসলাম মজনুর নেতৃত্বে কৃষকের ধান কেটে দেয়া হয়। বিকালে বেলগাছি পুরাতন বাজারের ইউনিয়ন জামায়াতের সক্রিয় সহযোগী সদস্যদের নিয়ে সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ ইউনিয়ন সভাপতি আমান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারি মামুন রেজা। এসময় তিনি বলেন, আমরা কেমন মুসলমান যে নামাজ পড়ি, রোযা রাখি, কোরআন-হাদিস পড়ি কিন্তু নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারি না। কারণ হালাল হারাম, সুদ ঘুষ সবকিছুই একসাথে চলতে থাকে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চাই এদেশে এক দল প্রশিক্ষিত জনশক্তি তৈরি করতে। যাদের মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন হবে। জামায়াত চাই কৃষি প্রধান দেশ হিসেবে কৃষকদেরকে সর্ব্বোচ্চ সহযোগীতার মাধ্যমে তাদের পাশে থাকতে। এদেশের কৃষক বাঁচলেই দেশের মানুষ বাঁচবে। কৃষকদের ভাগ্যের উন্নতি হবে, শ্রমের অধিকার ও পণ্যের মূল্য কৃষকে সঠিকভাবে দিতে হবে। সেই লক্ষ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আগামী দিন যেন ন্যায়-ইনসাফ ভিত্তিক দেশ পরিচালিত হয়, মানবতার বাংলাদেশ হয়, সু-শাসন ও বৈষম্যহীন বাংলাদেশ হয়। কৃষির উন্নতির মাধ্যমে এ দেশের কৃষকের ভাগ্যের উন্নতি সাধন হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন ছাত্র-শিবিরের সভাপতি হেলাল উদ্দিন, বেলগাছি ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জব্বার, শ্রমিক কল্যাণের বেলগাছি ইউনিয়ন সভাপতি আশরাফুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়নের ডামোশ গ্রামের সভাপতি জহিরুল মজনু, ৮নং ওয়ার্ড বেলগাছি প্রাইমারি স্কুল পাড়ার সভাপতি আলাইহীম, ৯নং ওয়ার্ড বেলগাছি পুরাতন বাজারপাড়ার সভাপতি আনিসুর রহমান ও সেক্রেটারি আমিরুল খা, ফরিদপুর ২ নং ওয়ার্ড সেক্রেটারি রুহুল আমীন। ইউনিয়নের দায়িত্বশীল, টিম সদস্য, ইউনিট সভাপতি এবং সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের দায়িশীলবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশ উপস্থাপনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শওকত আলী।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More