স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পুলিশের সর্বক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধিতে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের আন্তরিক প্রচেষ্টায় কমতি নেই। এরই অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ বিভাগের সহায়তায় পরিবহন ব্যবস্থায় স্বনির্ভরতা অর্জনে একের পর এক পিকআপ ভ্যান যুক্ত করে চলেছেন তিনি। গতপরশু তিনি তিতুদহ পুলিশ ফাঁড়িতে যুক্ত করেছেন একটি নতুন পিকআপ ভ্যান।
তিতুদহ পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যানের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দীন আল আজাদ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আনিছুজ্জামান লালন, ডিআই-১ ইন্সপেক্টর জিহাদ প্রমুখ উপস্থিত ছিলেন। বর্তমান পুলিশ সুপার জেলা পুলিশে এটা দিয়ে নতুন ৪টি পিকআপ যুক্ত করলেন। যা দিয়ে জেলা পুলিশের পরিবহনের সংখ্যা দাঁড়ালো ৬৪।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.