স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে চুয়াডাঙ্গায় জেলা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার কোর্ট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাহিত্য পরিষদ প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান একজন জনপ্রিয় নেতা। আওয়ামী লীগের নেতারা তারেক রহমানের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে বিভিন্ন কটূক্তি বক্তব্য দিচ্ছেন।
তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতা মান্নাফীর কটূক্তিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নেতাকর্মীরা বলেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে নিয়ে যদি আর কোনো কুরুচিপূর্ণ মন্তব্য, মিথ্যা ও বানোয়াট মামলা এবং অসত্য বিভ্রান্তি ছড়ানো হয় তাহলে যুবদল কঠিন ঐক্য গড়ে তুলে রাজপথে থেকে এর দাঁতভাঙ্গা জবাব দেবে।’ অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলনের হুমকি দেন নেতাকর্মীরা। যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, সাংগাঠনিক সম্পাদক জাহেদ মো. রাজীব খান।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহসভাপতি নাসির উদ্দীন খেদু, রফিউজ্জামান হিরোন, সহসাধারণ সম্পাদক হুচাইন মোহাম্মদ আমির, সহসাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, সহদপ্তর সম্পাদক সাইদুর রহমান, সহসমাজ কল্যাণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম সাজ্জাত, পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক আক্কাচ আলী, সহগ্রাম ও সরকার বিষয়ক সম্পাদক একরামুল হক ইকরা, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক মতিউর রহমান মিশর, সদস্য সচিব রিন্টু মহলদার, চুয়াডাঙ্গা পৌর যুবদলের আহবায়ক বিপুল হাসান হ্যাজি, সদস্য সচিব আজিজুল হক, সিনিয়র যুগ্মআহবায়ক মিলন আলী লিমন, যুগ্মআহবায়ক অপু মালিক, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সিনিয়র-যুগ্ম আহবায়ক মীর উজ্জ্বল, সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্মআহবায়ক জাহাঙ্গীর আলম বাবু, রোকনুজ্জামান সোহাগ, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্য সচিব সাইফুর রহমান কনক, যুগ্মআহবায়ক আব্দুল কাদের, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম, দর্শনা থানা যুবদলের সদস্য সচিব মিলন মোল্লা, যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান মহন, দর্শনা পৌর যুবদলের সদস্য সচিব জালাল উদ্দীন প্রমুখ।
প্রসঙ্গত. রোববার (১৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভা অংশ নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেন।