স্টাফ রিপোর্টার: ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা ডুসাকের নবীন বরণ ও আলোচনাসভা গতকাল বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র কারাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু। তিনি তার বক্তব্যে ডুসাকের প্রতি তার ভালোলাগা এবং এই সংগঠনের জন্য সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে ডুসাকের প্রধান পৃষ্ঠপোষক সাংবাদিক আহমেদ পিপুল তার বক্তব্যে ডুসাকের ঐতিহ্য, ইতিহাস এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন। বিশেষ করে ডুসাক পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি চুয়াডাঙ্গাসহ গোটা দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক জনাব হামিদুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহান লিজা বক্তব্য দেন। ডুসাক সাধারণ সম্পাদক মাউনজিরা বিশ্বাস সুরভীর উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুসাক সভাপতি মো. রফিক উদ্দিন। এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান, রুহুল আমীন মল্লিক, ধানমন্ডি জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার এহসানুল ফেরদৌস শাওন, অ্যাডভোকেট সাহাবুল আলম চৌধুরী ইতি, এম আর লজিস্টিক বিডি’র কর্ণধার এখলাস উদ্দিন সুজন, সাবেক ডাকসু সদস্য ফরিদা পারভীন, সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, বায়জীদ আহমেদ, মিজানুর রহমান পিকুল, কাজী সদরুল-উল্লাহ বাবু, হাসিবুল হোসাইন হাসিবসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ডুসাকের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করা হয়। সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে সুন্দর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উপস্থিত সকল অতিথিবৃন্দ তাদের সহযোগিতার হাত প্রসারিত করে ছাত্র-ছাত্রীদের কল্যাণে ডুসাকের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে ইফতার ও দোয়া মাহফিল
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ