গাংনী প্রতিনিধি: মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে গাংনী থেকে ৪ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- গাংনী উপজেলার বামন্দী-নিশিপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে স্বপন আলী (২৮), শাজাহানের ছেলে মিনারুল ইসলাম (২৫), নাসির উদ্দীন সরদারের ছেলে বক্তিয়ার হোসেন (৩৩) ও আব্দুল আলীমের ছেলে বিদ্যুত মিয়া (৩৫)।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বামন্দী হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, বামন্দী-নিশিপুর গ্রামে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই রুবেল, এএসআই আহসান হাবীব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ১৯০ টাকা ও জুয়া খোলার কার্ড উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ