আমরা কৃষক
আহাদ আলী মোল্লা
ডিলার মশাই আঙুল ফোলান
চোঁয়াল ঝোলান গোশে,
গরিব কৃষক এই কারণেই
যায় ফেটে আক্রোশে।
ডিলার যারাই তারাই যদি
আটকে রাখেন সার,
ভেসে যাবে কৃষক-চাষির
সাজানো সংসার।
সারের দামের ঠিক ঠিকানা
যায় ভেসে সব জলে;
বাড়তি দামের ধকল এমন
খুব চলে কৌশলে।
ঠকছে গরিব কৃষক সবাই
ফুলছে ওদের দেহ;
আমরা কৃষক এর প্রতিবাদ
করছি কি আজ কেহ?
সূত্র (অধিক মূল্যে সার বিক্রি করায় আলমডাঙ্গায় দুই ডিলারকে জরিমানা)