স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্রীকোল বোয়ালিয়া গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আব্দুল লতিফ (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসময় আব্দুল লতিফকে উদ্ধার করতে গিয়ে জাহাঙ্গীর নামে এক যুবক বিদ্যুতস্পৃষ্টে আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল লতিফ একই গ্রামের বাজারপাড়ার মৃত লাল মিয়ার ছেলে এবং আহত জাহাঙ্গীর একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
পারিবারের সদস্যরা জানায়, আব্দুল লতিফ চাষাবাদের পাশাপাশি টিনের ঘরের মেরামতের কাজও করেন। বৃহস্পতিবার বিকেলে এলাকার মৃত মুছা মিয়ার ছেলে মিঠুর বাড়ির টিনের চাল মেরামত করছিলেন আব্দুল লতিফ। ওই টিনের চালের সাথে বৈদ্যুতিক তার থাকায় লিকেজ হয়ে আগে থেকে পুরো চাল বিদ্যুতায়িত হয়ে যায়। এতে কাজ করার সময় আব্দুল লতিফ বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। এসময় পাশে থাকা আব্দুল লতিফকে উদ্ধার করতে গিয়ে টিনে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্টে জাহাঙ্গীরও আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল লতিফকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর আব্দুল লতিফকে মৃত ঘোষণা করা হয়েছে। আহত জাহাঙ্গীরের অবস্থা শঙ্কামুক্ত। হাসপাতালে আসার আগেই আব্দুল লতিফের মৃত্যু হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ