টিকাদানে সকলকে উদ্বুদ্ধ করার আহ্বান
দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলা লোকমোর্চার আয়োজনে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বুদ্ধকরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা লোকমোর্চার সভাপতি কামাল উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকি সালাম ও উপজেলা লোকমোর্চার সিনিয়র সহ-সভাপতি সহিদুল ইসলাম।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন, আপনারা চেষ্টা করবেন একশ জনকে উদ্বুদ্ধ করে টিকা নেয়ার জন্য। তাহলে অনেক এগিয়ে যাওয়া সম্ভব হবে। তিনি টিকাদানে সকলকে উদ্বুদ্ধ করার জন্য সকলকে আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। কোভিড ১৯ টিকার উপকারিতা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল শুভ। এছাড়াও বক্তব্য রাখেন লোকমের্চার সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলি।
সভায় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি সেলিনা আক্তার, আশরাফুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক হানিফ ম-ল, ছালেহা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিনা আক্তার, দফতর সম্পাদক ইউনুছ আলী, প্রচার সম্পাদক হাবিবুর রহমান হবি, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, পরিবেশ বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রেজাউল হক। উপজেলা লোকমোর্চার সদস্য সাংবাদিক আতিয়ার রহমান, রকিবুল হাসান তোতা, টিপু সুলতান শাহ্, সাজেদুর রহমান মিঠু, মাকছুদুর রহমান রতন, ইউসুফ আলী, শামসুল আলমসহ দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সদস্যবৃন্দ উপস্থিত। এছাড়াও উপস্থিত ছিলেন ইমাম শিক্ষকগণ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা লোকমোর্চার নির্বাহী কমিটির সদস্য আবু বকর মাস্টার।