বাজার গোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহে একটি হত্যা মামলার প্রধান আসামি শহিদুল ইসলামকে (৪৩) গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ২টায় ঝিনাইদহ সদর উপজেলার কোরালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের যাদবপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে। শহিদুল তার চাচা আওলাদ হোসেন হত্যা মামলার প্রধান আসামি।
উল্লেখ্য, চলতি বছরের ১০ জানুয়ারি জায়গাজমি বিরোধ নিয়ে শহিদুল ইসলাম তার চাচা আওলাদ হোসেনকে (৭০) মাথায় কুদাল দিয়ে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। দীর্ঘ ২ মাস ৫ দিন বিভিন্ন জায়গায় পালিয়ে থাকার পর মঙ্গলবার র্যাব তাকে গ্রেফতার করে।