স্কুলমাঠে বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছিল। হঠাৎ এক যুবকের পকেটে রাখা মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়। ধোঁয়া উড়তে থাকে। স্কুলমাঠে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভয়ে-আতঙ্কে আশপাশের লোকেরা নিজ নিজ আসন ছেড়ে দৌড় দেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চাপালী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ওই যুবক দগ্ধ হয়েছেন। দগ্ধ ওই যুবকের নাম সুজন হোসেন (২৬)। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার চাপালী গ্রামে এ ঘটনা ঘটে।
দগ্ধ ওই যুবক উপজেলার চাপালী গ্রামের মৃত কলম আলীর ছেলে। সুজন হোসেনের বন্ধু মোবারক হোসেন জানান, চাপালী স্কুলমাঠে বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছিলাম। এর পর হঠাৎ সুজনের পকেটে থাকা ফোনটি বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এর পর পাশের দোকানে থাকা পানি দিয়ে আগুন নেভানো হয়। এর পর তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রিয়াংকা বিশ্বাস জানান, হাঁটুর ওপরে দগ্ধ হয় ওই যুবক। হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
7