ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক দম্পতি। এতে স্বামী সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাইফুল মাগুরার শ্রীপুর উপজেলার ছাচিলাপুর গ্রামের মইজ উদ্দিন শেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ও বালিয়াডাঙা গ্রামের মৃত আইন ম-লের জামাই। তিনি ওই গ্রামে বাস করতেন।
সাইফুল ইসলামের মেয়ে মেরিনা খাতুন জানান, পারিবারিক বিষয় নিয়ে বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার রাতেও তাদের ঝগড়া হয়। এরই জের ধরে অভিমান করে বাবা বিষপান করেন। পরে বাবার দেখাদেখি মা একই কাজ করেন। এক পর্যায়ে দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে বিষমুক্ত করার পরও বাবা মারা যান। তার মা লাইলী চিকিৎসাধীন রয়েছেন।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, পৌর এলাকায় বয়স্ক এক দম্পতির একসঙ্গে বিষপানের ঘটনায় স্বামীর মৃত্যু হয়েছে। স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ