ঝিনাইদহ প্রতিনিধি: মেয়ের বান্ধবীর সাথে অপকর্মে লিপ্ত হওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছে মঞ্জুর হোসেন (৬৫) নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ পৌর এলাকার শিকারপুর গ্রামে।
জানা গেছে, গতকাল সোমবার দুপুর ২টার দিকে পার্শ্ববর্র্তী ইসলামপাড়ার মৃত ছাত্তার হোসেনের মেয়ে নুসরাত জাহান উর্মি (১৭) মঞ্জুর হোসেনের বাড়ি প্রবেশ করে। উর্মির এই প্রবেশ করা এলাকার অনেকেই দেখে ফেলে। একে একে উপস্থিত হয় মঞ্জুর হোসেনের ছেলে আনাস (২০), মেয়ে ছোটন (১৮)। এরপর জানালা দিয়ে তাদের আপত্তিকর দৃশ্য দেখতে পান। প্রমান রাখতে তারা ছবিও তোলেন। তারপর দরজা ধাক্কাতে থাকেন আনাসসহ এলাকাবাসী। মঞ্জুর হোসেন এক পর্যায়ে দরজা খুলে দৌঁড়ে পালিয়ে যান। পুলিশে খবর দিলে ঘরে আটক থাকা উর্মিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর থানা পুলিশ। এলাকাবাসী ও পরিবার জানায়, মঞ্জুর হোসেনের মেয়ে ছোটনের বান্ধবী অভিযুক্ত নুসরাত জাহান উর্মি।
এছাড়া, আরও পড়ুনঃ