ঝিনাইদহ প্রতিনিধি: “স্বপ্ন সাহস প্রজ্ঞা নিয়ে আগামীর পথ চলবো, অপসংস্কৃতির বেড়াজাল ভেঙে সোনার বাংলা গড়বো” এ সেøাগানে ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর পৃষ্ঠপোষকতায় ও সভাপতিত্বে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কেসি কলেজের সাবেক অধ্যক্ষ ড. বি এম রেজাউল করিম, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ অশোক কুমার মৌলিক, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহিদী হিজল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কেসি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মনোজ কান্তি মন্ডল, সরকারি আইএইসটি কলেজের সহযোগী অধ্যক্ষ ড. শামীম কবির, ঝিনাইদহ জেলা জজকোর্টের জিপি বিকাশ কুমার ঘোষ, রেডিও নবগঙ্গার সম্পাদক আর্মিজা শিরিন আক্তার এমি।