ঝিনাইদহে বিনা টেন্ডারে ইউনিয়ন পরিষদের গাছ কেটে নেয়ার অভিযোগ

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিনা টেন্ডারে গান্না ইউনিয়ন পরিষদের ৫লাখ টাকা মূল্যের ৬টি মেহগনি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী করেছেন ভুক্তভোগী ইউনিয়নবাসী। জানা গেছে, দীর্ঘদিনের পুরাতন ৬টি মেহগনি গাছ ইউনিয়নের সামনে থেকে ১টি ও পিছন থেকে ৫টি গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। খুব সকালে বেশী করে লোকজন নিয়ে ওইস্থান থেকে গাছগুলি কেটে অন্যথায় সরিয়ে নেয়াসহ সাথে সাথে সেখানে মাটি দিয়ে ভরাট করা হয়েছে যাতে করে কেউ বুঝতে না পারে। নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, আমাদের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার নেই। কারন চেয়ারম্যান বা চেয়ারম্যানের লোকজন যদিজানতে পারে এ ঘটনা আমরা জানিয়েছি তাহলে মারধোর তো করা হবেই সেই সাথে গ্রামে বসবাস করা অসম্ভব হয়ে যাবে। তাই সরকারে উচিৎ এসব ইউনিয়ন পরিষদের দিকে একটু খেয়াল রাখা। এ ব্যাপারে চেয়ারম্যান আতিকুর রহমান মাসুম জানান ইউনিয়ন পরিষদের সামনে থেকে যে গাছটি কেটে নেয়া হয়েছে সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করাসহ অন্যান্য কারনে গাছগুলি কাটা হয়েছে। এ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন জানান, আমি একটি মিটিংয়ে আছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More