বাজার গোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহে বজ্রপাতে ইয়াসিন আলী নামের এক কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলার বেতাই গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ঝিনাইদহ জেলার সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামের হাতেম আলীর ছেলে কৃষক ইয়াসিন আলী কৃষি কাজের পাশাপাশি বাড়িতে গরু পালন করেন। অন্যান্য দিনের মতো বাড়ির আঙিনায় গরু তিনটি বাধা ছিলো। গতকাল মঙ্গলবার আসরের পূর্বে আকাশে মেঘ দেখা দেয় এবং কিছুক্ষণ পর বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। ওই সময় কৃষক ইয়াসিনের তিনটি গরু বাড়ির আঙিনায় বাধা ছিলো। এমন সময় হঠাৎ বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু হয়। গরু তিনটির আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকা বলে ইয়াসিন আলীর পরিবারের সদস্যরা জানান। বজ্রপাতে একই সাথে তিনটি গরুর মৃত্যু ঘটনায় কৃষক ইয়াসিন আলী দিশেহারা হয়ে পড়েছেন।