ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ১১৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। শনিবার রাতে পৌর এলাকার চানপাড়ায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির বসতঘরের বারান্দায় মাটির গর্ত খুড়ে ওপরে জুতা রেখে ঢেকে রাখা অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় পৌর এলাকার চানপাড়ার বজলুর রহমানের ছেলে টুটুল হোসেন (২৭) ও চানপাড়ার বসবাসকারী জেলার শৈলকুপা উপজেলার খুলুমবাড়ীয়া গ্রামের পাঞ্জাব আলীর ছেলে সাইফুল ইসলাম (৪৫)।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, শহরের আরাপপুর চাঁনপাড়া এলাকায় বেশ কিছুদিন ধরে মাদকদ্রব্য বেচা-কেনাসহ যুব সমাজকে মাদকাসক্ত হওয়ার সহায়তা করে আসছে। এমন খবরের ভিত্তিতে এসআই রফিকুল ইসলাম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।