ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক ও একযাত্রী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার হাটগোপালপুর রায়চরণ-তারিণীচরন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন-সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের সয়াইল গ্রামের আব্দুল শেখের ছেলে ভ্যানচালক নিপুল শেখ ও আবছার শেখের ছেলে নাজমুল হোসেন। জানা গেছে, ঝিনাইদহ থেকে ঢাকাগামী একটি সবজি বোঝায় ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক নিপুল ও আরোহী নাজমুল গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তারা মারা যান। মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মামুন-উর-রশীদ জানান, বিকেলে হাটগোপালপুর থেকে দুজন রোগী এসেছিলো। আমরা তাদের ভর্তি করে চিকিৎসা দিচ্ছিলাম। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছে।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.