ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে করোনা সংক্রমণ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ৬ দিনে জেলায় নতুন করে ৪১ জন শনাক্ত হলো।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ জানান, শুক্রবার সকালে ঝিনাইদহ ল্যাব থেকে করোনার ৫৯টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ১৫ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ২৫ দশমিক ৪২ ভাগ। আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ১১ জন ও কোটচাঁদপুর উপজেলায় রয়েছে ৪ জন। সিভিল সার্জন জানান, গত ৮ জানুয়ারির পর থেকে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। ৮ জানুয়ারি আক্রান্ত শূন্য থাকলে ৯ জানুয়ারি ২ জন, ১০ জানুয়ারি ৬ জন, ১১ জানুয়ারি ৪ জন, ১২ ও ১৩ জানুয়ারি ৭ জন করে আক্রান্ত হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ