মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে মাদরাসা পড়ুয়া এক ছাত্রীর (১৮) সঙ্গে আপত্তিকর অবস্থায় এক পুলিশ সদস্য জনতার হাতে আটক হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি যশোর বেনাপোল থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন।
এলাকাবাসী সূত্রে প্রকাশ, পুলিশ সদস্য মো. বাদল মহেশপুর থানায় কর্মরত থাকায় অবস্থায় ওই মাদরাসাছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শনিবার রাতে মাদরাসাছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এলাকাবাসী জানায়, গত ২ বছর ধরে কনস্টেবল বাদল তাদের বাড়িতে আসা যাওয়া করে। শনিবার রাতে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাকে আটক করে। অভিযুক্ত কনস্টেবল বাদলের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।
ভুক্তভোগী মাদরাসাছাত্রী সাংবাদিকদের বলেন, দুই বছর ধরে বাদলের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভনে সে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খাঁন বলেন, কতর্ব্যরত অবস্থায় কনস্টেবল বাদল থানা থেকে কোথায় গেছে তা ডিউটি অফিসারকে অবগত করেনি। অভিযুক্ত পুলিশ সদস্যের বিষয়ে যশোর পুলিশ সুপারের নিকট ব্যবস্থা গ্রহনের জন্য বার্তা পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কনস্টেবল বাদল জনতার হাতে আটক ছিলেন।