বাজার গোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহে বিদ্যুতস্পৃষ্টে মিজানুর রহমান (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাজার গোপালপুরের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঝিনাইদহের বাজার গোপালপুর গ্রামের মৃত হিয়া উদ্দিনের ছেলে দুই সন্তানের জনক মিজানুর রহমান নিজ বাড়ির একটি টিনের চালা ঘর তৈরি করেছেন। সেখানে পুরাতন ঘর থেকে নতুন টিনের চালা ঘরে বৈদ্যুতিক লাইন নেয়ার জন্য বাড়ির মেইন সুইচ বন্ধ না করেই কাজ করছিলেন মিজানুর রহমান। এসময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। মিজানুরের পরিবারের সদস্যরা জানান, বছর দেড়েক আগে মিজানুর রহমানের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তার এমন অকাল মৃত্যুতে পরিবার ও নিকটজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ