ঝিনাইদহ প্রতিনিধি: গ্রামে মোট ভোটার ৭৮০। জনসংখ্যা প্রায় ১২০০ জন। বেশির ভাগ মানুষের পেশা কৃষি কাজ। কাকডাকা ভোরে তারা নিজ নিজ কাজে বেরিয়ে যান। আবার দিন শেষে ঘরে ফেরেন। সন্ধ্যা রাতে পরিবারের সদস্যদের নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়েন। কিন্তু ওই শান্তি যেনো গ্রামবাসীর কাছে এখন সোনার হরিণ। একটি পরিবারের জন্য ওই শান্তি গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। একটি পরিবার বছরের পর বছর গ্রামের প্রায় ৩০০ নারী-পুরুষের নামে মামলা দিয়েছেন। এ পর্যন্ত অভিযুক্ত ওই পরিবার ৩৫টি মামলায় গ্রামের প্রায় প্রতিটি পরিবারের সদস্যদের নাম অর্ন্তভুক্ত করেছে। গ্রামটির নাম বারফা। ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের অর্ন্তভুক্ত। ওই গ্রামের শামসুর রহমান ও মোস্তফা কামাল সুমন নামের দুই ভাই এসব মামলা দিয়েছেন। তার আগে তাদের বাবা আফছার বিশ্বাস গ্রামের সহজ সরল মানুষদের নামে মামলা দিয়ে হয়রানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে কালীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে ওই পরিবার মামলা দিতে গেলে নেয়া যাবে না বলে নির্দেশ দেয়া হয়েছে। ওই পরিবারের হাত থেকে রেহাই পেতে সাধারন মানুষ সংবাদ সম্মেলনও করেছে। এ সময় গ্রামের অতিষ্ঠ নারী-পুরুষ প্রতিবাদে জুতা ও ঝাড়ু মিছিল করে।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
পূর্ববর্তী পোস্ট
দামুড়হহুদার রঘুনাথপুর গ্রামের হারু ওস্তাগারের ইন্তেকাল : আজ দাফন
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ