দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন এমপি আলী আজগার টগরের সহোদর হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আহম্মেদ সোনা। গতকাল বুধবার বেলা ১২ টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আলী আহম্মেদ সোনাকে সভাপতি নির্বাচিত করা হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন। নব-নির্বাচিত সভাপতি আলী আহম্মেদ সোনা অনূভুতি ব্যক্ত করতে গিয়ে সকল শিক্ষক ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেছেন, আমার প্রধান লক্ষ্য হলো শিক্ষার গুণগত মানোন্নয়ন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাসহ বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা চিহিৃত করে তা বাস্তবায়ন করা। এছাড়া গরিব ও মেধাবী শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দিয়ে তাদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ দেয়া। এদিকে এমপির সহোদর আলী আহম্মেদ সোনাকে সভাপতি নির্বাচিত করায় সকল শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন এলাকার সচেতনমহল।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ