জেলা পরিষদ নির্বাচনে আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর প্রচারণা

 

আলমডাঙ্গা ব্যুরো: স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে আলমডাঙ্গায় নির্বাচনী প্রচারণা চালালেন জেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান মঞ্জু। গতকাল বৃহস্পতিবার তিনি আলমডাঙ্গার বিভিন্ন এলাকার ভোটার ও শুভাকাক্সক্ষীদের সাথে দেখা করেন। এ নির্বাচনী প্রচারণার সময় অন্যান্যের মধ্যে সাথে ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, আক্তার হোসেন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন প্রমুখ।

প্রচারণাকালে কেনো ভোটাররা তাকেই ভোট দেবেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাব দিতে গিয়ে মাহফুজুর রহমান মঞ্জু বলেন, জেলা পরিষদ নামে জনকল্যাণমূলক কোনো প্রতিষ্ঠান যে আছে, সেটা সাধারণ মানুষ অবগত হতে পেরেছেন আমার মাধ্যমে। আমি যখন জেলা পরিষদের প্রশাসক ছিলাম ওই সময় জেলায় উন্নয়নে ভূমিকা রেখেছিলাম। জেলা পরিষদকে জনগণের কাছে কল্যাণকর প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি করিয়েছি। তাছাড়া, ৫২ বছর রাজনীতি করছি। মানুষের জন্যই রাজনীতি করেছি। তার ইতিবাচক সাড়াও পাবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

প্রসঙ্গত, চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচনে উপজেলা পরিষদ, একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ২১১টি। প্রার্থীদের সকলেই কমবেশি ভোটারদের সাথে যোগাযোগ  রেখেছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More