জীবননগর ব্যুরো/হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহ বাজারের এক ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীকে মারধর করা হয়েছে। হাসাদাহ বাজারের ডিস ব্যবসায়ী বকুল ও তার ভাইয়েরা পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে সবুজ (২৭) নামক ওই ব্যবসায়ীকে কিল-ঘুঘি মেরে রক্তাক্ত জখম করে বলে অভিযোগ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানানো হয়েছে।
হাসাদাহ জাফরাবাজপাড়ার শফিকুল ইসলামের ছেলে সবুজের অভিযোগ, গত রোববার বিকেল ৪ টার দিকে বকুন্ডিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ডিস ব্যবসায়ী বকুল (৪৯), তার ভাই মুকুল (৪৫), রকি (৩৩), বকুলের শ্যালক জুয়েল (৩০) আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমাকে কিছু বলার আগে বকুলসহ অন্যরা মিলে আমাকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। এ সময় তারা আমার গলায় থাকা মাফলার পেচিয়ে দোকান থেকে মারতে মারতে ও টানতে টানতে আহত করেন। এছাড়াও আমার ব্যবসায়ের ক্যাশবাক্সে থাকা ২৬ হাজার ৭শ’ টাকা ও গলার সোনার চেন ছিনিয়ে নেয়।
এ বিষয়ে জীবননগর থানা ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।